Thursday, 15 July 2021

ময়না তদন্ত শেষে বাড়ির পথে সেলিম উদ্দিনের লাশঃ জানাজার সময় ঘোষণা

ময়না তদন্ত শেষে বাড়ির পথে সেলিম উদ্দিনের লাশঃ জানাজার সময় ঘোষণা



ময়না তদন্ত শেষে সেলিম উদ্দিনের লাশ নিয়ে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন তার স্বজনরা। গতকাল গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় সেলিম উদ্দিনের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে লাশ নিয়ে বর্তমানে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন তার স্বজনরা।

আরও পড়ুনঃ সেলিম উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

এদিকে বাড়ি নিয়ে আসার পর তার লাশ দাফনকাজের প্রস্তুতি চলছে। জানা গেছে আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব তার জানাজার নামাজ আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রসঙ্গত, গতকাল (বুধবার) সকালে সেলিম উদ্দিনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশ ও কুশিয়ারা তদন্ত কেন্দ্রের পুলিশদল এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে।

সেলিম উদ্দিন খাগাইল গ্রামের মরহুম আলাউদ্দিন দর্জির বড় ছেলে। তার স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে রয়েছেন।

তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এলাকাবাসী বলছেন বিষয়টি খুবই রহস্যজনক। এলাকাবাসী এবং সেলিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন এ ঘটনার তদন্তপূর্বক সুষ্টু বিচার দাবী করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে সেলিম উদ্দিনের বাড়ী থেকে প্রায় ২ শত ফুট দূরে নতুন একটি ভবনের পিছনে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার
আরও পড়ুনঃ 
সেলিম উদ্দিনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

নিহতের ভাই নাজিম উদ্দিন জানান, খাগাইল গ্রামের আখলুছ হাজীর বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন সেলিম উদ্দিন। বেশ কিছুদিন থেকে একটি মহল প্রবাসী আখলুছ হাজীর বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব থেকে তাকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। সম্প্রতি তিনি সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। গত ৩/৪দিন আগে সালিশ বৈঠকের মাধ্যমে তিনি সেই দায়িত্ব থেকে সরে আসেন। কিন্তু দায়িত্ব ছাড়লেও একটি মহল তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সেই আতঙ্কে তিনি বাজারে যাওয়া বন্ধ করে দেন, এমনকি রাস্তাঘাটেও বের হতেন না। আতঙ্কে নিজের সিগারেট পর্যন্ত ছোট ভাইকে দিয়ে বাজার থেকে আনাতেন।

নাজিম উদ্দিনের দাবি হয়তো এর জের ধরে আমার ভাইকে হত্যা করা হতে পারে। তিনি এঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সেলিম উদ্দিনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তিনি জানান ময়না তদন্ত রিপোর্ট আসলেই এ ঘটনার বিস্তারিত বলা যাবে।

সাধারণত ময়না তদন্ত রিপোর্ট আসতে এক সপ্তাহ সময় লাগে। রিপোর্ট আসার পর এ ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে বলে এলাকাবাসীর বিশ্বাস।
পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে


এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে কোভিড পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, তাহলে গত বছরের মতো এবারও বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে।

এসএসসি-র ক্ষেত্রে ২৪টি অ্যাসাইনমেন্ট এবং এইচএসসি-র ক্ষেত্রে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেয়া সম্ভব না হয়, তাহলে এসএসসি-র ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুইটি করে টানা ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতিটি বিষয়ে ৮টি করে অ্যাসাইনমেন্ট করবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

অন্যদিকে, এইচএসসি-র ক্ষেত্রে তিনটি নৈর্বাচনিক বিষয়ের মোট ৬টি পত্র রয়েছে। প্রতিটি পত্রের জন্য ৫টি করে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সপ্তাহে ২টি করে মোট ১৫ সপ্তাহে এই ৩০টি অ্যাসাইনমেন্ট দেবেন শিক্ষার্থীরা।

গত বছর এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবারে এ বিষয়ে বিশেষ নজরদারি করা হবে বলে তিনি জানিয়েছেন।

এবারও যদি অ্যাসাইনমেন্টে স্বচ্ছতা নিশ্চিত না হয়, তাহলে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষার বিষয়-ভিত্তিক মূল্যায়ণ করা হবে বলে তিনি জানান।

দীপু মনি বলেন, পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে বলে তারা চিন্তাভাবনা করছেন।

অ্যাসাইনমেন্ট মূলত নেয়া হবে এটা ভেবে যে শিক্ষার্থীরা যেন তাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। অন্যদিকে, আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ণ ৮ম শ্রেণী পর্যন্ত হয়েছে বলে মন্ত্রী মনে করেন।

কুরবানীর ঈদের পর এইচএসসির ফরম পূরণ অনলাইনে শুরু হবে, তাই কোন শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না।

অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই পরীক্ষার সময় এবং পরীক্ষার ফিও কম নেওয়া হবে। ফি পরিশোধ করতে হবে অনলাইনে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা দেয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা


এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন নির্ধারণ হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে। 

‘আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে। সেটি পরে জানানো হবে।’

আরও পড়ুনঃ পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

তিনি আরোও বলেন, আমরা দেখেছি গতবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে। গতবারের অভিজ্ঞতায় নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ কমে নিয়ে যাওয়ার সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর পর ফরম পূরণ অনলাইনে শুরু হবে। কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই ফিও কম নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা জারি করা হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

Wednesday, 14 July 2021

অবশেষে কারাগারে ভূয়া সাংবাদিক ফয়ছল কাদির

অবশেষে কারাগারে ভূয়া সাংবাদিক ফয়ছল কাদির

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আসামী ফয়ছল কাদিরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে আদালতে প্রেরণ করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিনগত (১৪ জুলাই) মধ্যরাতে সিলেট সদর উপজেলার পীরেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯।

ফয়ছল কাদির (৪০) কানাইঘাট থানার বড়দেশ গ্রামের আব্দুল মান্নানের পুত্র। বর্তমানে তিনি শহরতলীর পীরেরবাজার ইসলামী হাউজিংয়ে নোমান মিয়ার বাড়িত বাস করছিলেন।

আজ বুধবার বেলা ২টার দিকে র‍্যাব-৯ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফয়ছল কাদিরের নানা অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে র‍্যাব। প্রেস ব্রিফিংয়ের পর বিকেল তিনটার দিকে ফয়ছল কাদিরকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেন তারা।

থানায় হস্তান্তরের পর আসামী ফয়ছল কাদিরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউন বাস্তবায়নে গত ৯ জুলাই সিলেটের সুরমা গেটে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন একদল ট্রাফিক পুলিশ। এদিন বিকেলে হেলমেটবিহীন তিন আরোহী নিয়ে কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেলে চড়ে সুরমা গেট দিয়ে যাচ্ছিলেন ভুয়া সাংবাদিক ফয়ছল কাদির। এসময় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাকে আটক করলে তিনি মোটরসাইকেলের কাগজপত্র এবং নিজের ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি। উপরন্তু উত্তেজিত হয়ে তার একটি ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে পুলিশ বাহিনীকে হেয় করার উদ্দেশ্যে পুলিশের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য প্রচার শুরু করেন।

ফেসবুকে লাইভ করার ঘটনায় রোববার (১১ জুলাই) রাতে সিলেট নগরের শাহপরান থানায় ফয়ছল কাদিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া।

ফয়ছল কাদির 'পৃথিবীর কণ্ঠ (পিকে) টিভি' নামে ফেসবুক ভিত্তিক একটি পেজ পরিচালনা করেন। ফেসবুকে নিজেকে পিকে টিভির সম্পাদক ও মাতৃজগত নামের একটি পত্রিকা সিলেট ব্যুরো প্রধান হিসেবে দাবি করেছেন ফয়ছল।

তবে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ তাকে সাংবাদিক হিসেবে চিনেন না বলে জানিয়েছেন।

আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার

আছিরগঞ্জের পরিচিত মুখ সেলিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার



গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারের পরিচিত মুখ সেলিম উদ্দিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সেলিম উদ্দিনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশ ও কুশিয়ারা তদন্ত কেন্দ্রের পুলিশদল এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে।

তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এলাকাবাসী বলছেন বিষয়টি খুবই রহস্যজনক। এলাকাবাসী এবং সেলিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন এ ঘটনার তদন্তপূর্বক সুষ্টু বিচার দাবী করেন।

সেলিম উদ্দিন খাগাইল গ্রামের মরহুম আলাউদ্দিন দর্জির বড় ছেলে। তার স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে সেলিম উদ্দিনের বাড়ী থেকে প্রায় ২ শত ফুট দূরে নতুন একটি ভবনের পিছনে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম উদ্দিনের লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই এ ঘটনার বিস্তারিত বলা যাবে।







আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ শফি আহমদ চৌধুরী

আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ শফি আহমদ চৌধুরী



জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ। এদেশের মাদ্রসা সমূহে ইসলামীক জ্ঞান চর্চা করে সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন তারা। এতে সমাজের অন্যায় আর অবিচার রোধকল্পে অন্যন্য ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান। তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের অনেক মাদ্রসার উন্নয়ন করেছি। যার স্বাক্ষী এই অঞ্চলের আলেম এবং ছাত্রসমাজ। ইনশাল্লাহ আবার নির্বাচিত হলে মাদ্রসা শিক্ষার আধুনিকায়নে জোরালো ভূমিকা রাখবো। 

 

তিনি আজ মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট মহানগররীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রসায় এক মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। মাদ্রসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামীক চিন্তাবিধ হযরত মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি এসময় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে মাদ্রসায় স্বাগত জানান। শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আলেম সমাজের সহযোগিতা কামনা করেন। পরে তিনি বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।

Tuesday, 13 July 2021

সোমবার সিলেটে পুলিশ ও জেলা প্রশাসনের যত মামলা-জরিমানা

সোমবার সিলেটে পুলিশ ও জেলা প্রশাসনের যত মামলা-জরিমানা



প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ১২তম দিন ছিলো সোমবার (১২ জুলাই)। শুরুর দিন থেকে এ পর্যন্ত প্রতিদিনই সিলেটে লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় জেলা প্রশাসনের ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এসময় লকডাউন অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরার দায়ে ১২৮টি মামলা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২ লক্ষ ২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

কোর্ট পরিচালনাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, কঠোর লকডাউনের ১২ম দিনে ৮৮টি যানবাহনের উপর মামলা ৯৫টি গাড়ি আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৯ হাজার ৩৯ শ টাকা জরিমানা আদায় করেছে সিলে মেট্রোপলিট পুলিশ (এসএমপি)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার লকডাউনকালীন বিধি-নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৪২টি, মোটরসাইকেল ২৫ টি, প্রাইভেটকার ১০টি ও অন্যান্য ২টি গাড়ির বিরুদ্ধে মামলাসহ সর্বমোট ৭৫ টি মামলা দায়ের করা হয়।
এছাড়া সিএনজি অটোরিকশা ৩০টি, মোটরসাইকেল ১৯টি, প্রাইভেটকার ৬টি, অন্যান্য ৪০টিসহ মোট ৯৫ টি যানবাহন আটক করা হয়।

এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৭৯ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করা হয়।