Wednesday, 18 August 2021

করোনা টিকায় জ্বর-পার্শ্বপ্রতিক্রিয়া হলে যা করবেন

করোনা টিকায় জ্বর-পার্শ্বপ্রতিক্রিয়া হলে যা করবেন



স্বাস্থ্য কথাঃ করোনাভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা ভ্যাকসিন বা টিকা। বিশ্বব্যাপী টিকা নেয়ার হিড়িক এখন বাংলাদেশেও পড়েছে। দেশের অনেকেই ইতোমধ্যে টিকা নিয়েছেন, অনেকে রয়েছেন অপেক্ষমান।

শুরুতে দেশে টিকা নেয়ায় জনগণের অনাগ্রহ থাকলেও বর্তমানে টিকা নেয়ার প্রতিযোগিতায় দেখা যাচ্ছে। আর তাতে হিমশিম খাচ্ছে জাতীয় টিকা রেজিস্ট্রেশন সাইট সুরক্ষা অ্যাপস।

তবে করোনাভাইরাসের টিকা নেয়ায় সকলের আগ্রহ বাড়লেও টিকা গ্রহণের পর শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে অনেকেই জানেন না। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া নিতান্তই সাময়িক, তবু এ সম্পর্কে সচেতনতা জরুরী। এ সম্পর্কে আগে থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

এর জন্য প্রয়োজনে ওষুধ খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। তবে এক্ষেত্রে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা চলবে না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াস্বরূপ জ্বর জ্বর ভাব, জ্বর, গা ও হাত-পা ব্যথা আসছে অনেকের। টিকা নেওয়ার পরে জ্বর এলে করণীয় সম্পর্কে জেনে নিন-


আপনি কি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত?

টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া কিন্তু ইতিবাচক ইঙ্গিত এবং এটি সাময়িক। তাই এ নিয়ে ভয় পাবেন না। টিকা নেওয়ার পর ব্যথা হতে পারে, তবে তা কমানোও সম্ভব। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা নেওয়া থেকে বিরত থাকা ঠিক নয়। এরপরও যদি আপনি চিন্তিত থাকেন, তবে টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবে টিকা গ্রহণ করাই উত্তম।

টিকা নেওয়ার স্থানে ব্যথা হলে কী করবেন?

অনেকের ক্ষেত্রে টিকা নেওয়ার পর সেই স্থানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। যেদিন টিকা নেওয়া হচ্ছে সেদিনই রাত থেকে ব্যথা শুরু হতে দেখা যাচ্ছে। এসময় পেশী ফুলে যেতে পারে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এ সমস্যা সাময়িক। ব্যথার স্থানে ঠান্ডা পানি বা আইসব্যাগ দিয়ে সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে আসবে।

টিকা নেওয়ার আগে বা পরে কি পেইনকিলার খাওয়া যায়?

টিকা নেওয়ার পরে সবার ক্ষেত্রে একইরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। কারও হালকা ব্যথা বোধ হতে পারে, কারও অনেক বেশি। আপনি যদি খুব বেশি ব্যথা বোধ করেন তবে পেইন কিলার খেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা নেওয়ার আগে-পরে কোনো ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ এখনও দেওয়া হয়নি। তবে টিকা নেওয়ার পর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন।


অন্যান্য উপসর্গে করণীয়ঃ

টিকা নেওয়ার পর জ্বর আসছে অনেকের। কারও ক্ষেত্রে যোগ হচ্ছে শরীর ব্যথা, ক্লান্তি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন। এর পাশাপাশি প্রচুর পানি পান করা জরুরি। এতে শরীর ভেতর আর্দ্র থাকবে। খাবার খেতে হবে সঠিক পরিমাণে। এতে টিকার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। অসুস্থ বোধ করলে কিছুদিন বিশ্রাম করতে পারেন।

Tuesday, 17 August 2021

দক্ষিণ সুরমায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ

দক্ষিণ সুরমায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ


বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমার সহযোগিতায় ১৭ আগষ্ট মঙ্গলবার দক্ষিণ সুরমার নাজির বাজার ও হকিয়ারচরে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেটের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে বাস্তবায়িত ব্রি ধান৪৮, ব্রি ধান৮২ এবং ব্রি ধান৯৮ জাত সমুহের পৃথক দুটি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


প্রদর্শণীর মাঠ দিবস ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র ফলিত গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ূন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান।

আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম, মিল্টন পাল, অর্ণব ধর চৌধুরী, বিপ্রেশ তালুকদার,  শাহিদা সুলতানা, হাফিজ কাওছার আহমদ প্রমূখ।

গোলাপগঞ্জে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ



গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটে। 


জানা যায়, ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবিরের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র উপজেলার আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ ও বাঘা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি বিশেষ বরাদ্দের জন্য বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। বিষয়টি ওই দুই চেয়ারম্যানের সন্দেহ হলে তাঁরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরকে আবার কল দিয়ে অবগত করেন। 


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির জানান, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বাঘা ইউনিয়নের চেয়ারম্যানকে আমার সরকারি নাম্বার থেকে টাকা দাবির বিষয়টি বললে নাম্বারটি প্রতারক চক্র ক্লোন করেছে বলে আমি নিশ্চিত হই। তাৎক্ষনিক আমি উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করি। এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নারীদেরকে সরকারে অংশগ্রহণের আহ্বান জানাল তালেবান!

নারীদেরকে সরকারে অংশগ্রহণের আহ্বান জানাল তালেবান!



তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে নারীরা ঘরের বাইরে যেতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে নারীদের সরকারে নেওয়ারও আভাস দিয়েছে তালেবান। 

আলজাজিরার খবরে বলা হয়, তালেবান জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন।


সরকারে অংশগ্রহণের জন্য তালেবান নারীদের আহ্বান জানাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি। 

তিনি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরিয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।

কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান।  হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।


তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন বলে কাউকে হেনস্তা করা যাবে না।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বানও জানিয়েছে তালেবান। আফগানিস্তনের শীর্ষস্থানীয় গণমাধ্যম টোলো নিউজ আবারও নারীদের সংবাদ উপস্থাপনায় ফিরিয়ে এনেছে।

টোলো নিউজ প্রধানের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, এক নারী উপস্থাপিকা তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। 

এ ছাড়া অপর এক পোস্টে নিউজরুমের সকালের মিটিংয়ের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় হিজাব পরা এক নারীও অংশ নিয়েছেন। 
মাত্র একজন করোনাক্রান্ত হওয়ায় দেশজুড়ে লকডাউন!

মাত্র একজন করোনাক্রান্ত হওয়ায় দেশজুড়ে লকডাউন!



ছয় মাসের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরের বাসিন্দা। সেখানে থাকবে সাতদিন লকডাউন। 

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যমতে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩৩ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা।


যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কম হয়েছে নিউজিল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।
বিয়ানীবাজারের কিশোরীকে প্রেমিকের হাত থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ

বিয়ানীবাজারের কিশোরীকে প্রেমিকের হাত থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ

প্রতীকী ছবি


নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়া বিয়ানীবাজারের এক কিশোরীকে (১৫) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদি হয়ে পরদিন সোমবার (১৬ আগস্ট) প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করেছেন।


মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রাজু বৈদ্য (২৭) নামে এক যুবককে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রাজু উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা দিলিপ বৈদ্যের ছেলে। মঙ্গলবার (১৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে জামিল আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খশির চাতল এলাকার এক কিশোরীর (১৫)। 


গত রোববার (১৫ আগস্ট) বিকেলে জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানে ঘুরতে যায়। এসময় সিএনজিঅটোরিকশা চালক সেলিম আহমদ তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সিএনজিঅটোরিকশা চালক কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে (গ্রেপ্তার আসামী) রাজু বৈদ্যের কাছে যায়। পরে তারা অহিদাবাদ চা বাগান এলাকার নির্জনস্থানে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী পরিচিত এক ব্যক্তিকে ফোনে ঘটনাটি জানালে তিনি তাকে উদ্ধার করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, ভিকটিম কিশোরীর ভাই বিয়ানীবাজার থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিয়ানীবাজার থানা পুলিশ এক আসামীকে উত্তর শাহবাজপুর থেকে গ্রেফতার করেছে। এতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের সহায়তা করেছে।


বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, কিশোরীর ভাই প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ রাজু বৈদ্য নামক এক আসামীকে বড়লেখা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজারে শিক্ষককে পুড়িয়ে হত্যার অন্যতম আসামী রিপন লাল গ্রেফতার

বিয়ানীবাজারে শিক্ষককে পুড়িয়ে হত্যার অন্যতম আসামী রিপন লাল গ্রেফতার



নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের জলঢুপ গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী রিপন লাল নাথকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার সুনামপুর এলাকা থেকে তাকে আটক করে।


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে ঘর থেকে ডেকে এনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।