Thursday, 26 August 2021

গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ



গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর, ১ শত পিস ফেইসশীট ও ১ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়। বুধবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে সমাজসেবী ছয়েফ উদ্দিন চৌধুরীর  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের প্রতিটি সঙ্কটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে বর্তমান করোনা মহামারীর সময় ও তারা দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন যা প্রশংসার দাবী রাখে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুদর্শন সেন।  


উল্লেখ্য ইতিমধ্যে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে পৌর এলাকার রণকেলীতে ঢাকাদক্ষিণের নগর গ্রামে আরো দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও ২ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়।
গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত



যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফজলুর রহমান ফলু-এর ব্যবস্থাপনা ও পরিচালনাধীন এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বাদ সন্ধ্যায় এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় গীতিকার ফজলুর রহমান ফলু'র লেখা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা।


অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন গীতিকার ফজলুর রহমান ফলু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, পুলিশের সাব ইন্সপেক্টর রাশেদুল আলম খান প্রমুখ।

এসময় সঙ্গীত পরিবেশন করেন, পূরবী, রাশেদুল আলম খান, প্রিয়া, শিপু ইসলাম, জাবরুল ইসলাম, এমরান হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে আরোও উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন, জুনেদ আহমদ লিটন, সোহেল আরিয়ান, সালমান কাদের দিপু, সামাদুল ইসলাম অপু, আরিফুর রহমান, লিটন আহমদ, হোসাইন সারোয়ার, কবির আহমদ প্রমুখ।


উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসে সিলেট নগরীর উপশহরস্থ এফ.আর মিউজিক স্টুডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ মিউজিক স্টুডিও'র ব্যবস্থাপক ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় গীতিকার ফজলুর রহমান ফলু। দেশ ও ভাষার টানে তিনি যুক্তরাজ্যে বসবাস করেও নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠা করেছেন অত্যাধুনিক এ মিউজিক স্টুডিওটি। স্টুডিওটি উদ্বোধনের পর এখানেই শিল্পীরা যাতে সঙ্গীত চর্চা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই তিনি তা প্রতিষ্ঠা করেছেন। 

গীতিকার ফজলুর রহমান ফলু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন লামা-চন্দরপুর গ্রামের কৃতি সন্তান। জনপ্রিয় এ গীতিকারের বেশ কয়েকটি এলবাম ইতোপূর্বে বের হয়েছে।

Wednesday, 25 August 2021

সিলেটে সন্ধানী লাইফ  ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সিলেটে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত



সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। 

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর  জেনারেল ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও কোম্পনীর তাকাফুল আদর্শ বীমার ইনচার্জ এম এ ওয়াদুদ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত  ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  হাজী ইদ্রিস মিয়া তালুকদার।

 তিনি তার বক্তৃতায় বলেন, ব্যবসা পরিচালনার মুল পুজি হলো আস্হা। আস্হা অর্জনের মাধ্যমে শুধু গ্রাহক নয়, সমাজের সকলের কাছ থেকে সম্মান অর্জন করা সম্ভব। সততা ও নিষ্টার সাথে কাজ করলে সকল ক্ষেত্রে সফলতা লাভ করা যায়। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ডিভিডি আসুক কুমার দেব, রেজাউল করিম, মোরশেদ আলী ও আরসি রুহুল আমিন সুজাত,আংগুর আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কর্মকর্তা আসলাম হোসেন, ফারুক আহমেদ, হাবিবুর রহমান, আবুল কাশেম প্রমুখ।
পর্তুগালের সিটি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি

পর্তুগালের সিটি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি



পর্তুগালে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর লিসবনে রানা তাসলিম উদ্দিন এবং দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী পোর্তোতে শাহ আলম কাজল নামে দুই বাংলাদেশি ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন।

পর্তুগালের রাজধানী লিসবনে রোববার ২২ আগস্ট বিকাল ৬টায় তারা রাজধানীর লিসবনের মিউনিসিপ্যালিটির আসন্ন সিটি নির্বাচনে অ্যাসেমব্লির সদস্য পদে সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকদের উদ্দেশে প্রার্থিতা ঘোষণা করেন।


এ সময় তারা সবার সহযোগিতা কামনা করেন এবং কমিউনিটির সবাইকে পর্তুগিজ মূলধারার রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির ব্যক্তিরা রানা তসলিম উদ্দিনকে অভিবাদন জানান এবং তার এ গুরুত্বপূর্ণ অর্জনের বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।

অপরদিকে পর্তুগালের বন্দরনগরী দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটি পোর্তোর সভাপতি ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির মহানগরের সদস্য শাহ আলম কাজল আসন্ন পোর্তো সিটির নির্বাচনে পোর্তো শহরের বাংলাদেশি অধ্যুষিত ফ্রেগজিয়া বনফিমের অ্যাসেম্বলি সদস্য বা কাউন্সিলর হিসেবে ৩নং পদে সোস্যালিস্ট পার্টির পক্ষে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

শাহ আলম কাজল এক লিখিত বার্তায় জানান, আমরা এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি; যাতে এই পথ অনুসরণ করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। তাছাড়া তিনি সেদেশের বাংলাদেশ কমিউনিটির সব ভোটারদের ২৫ সেপ্টেম্বর ২০২১ নির্বাচনে ভোট প্রদান করে তার বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রতি আহ্বান জানান।


এই দুই প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে পর্তুগালের ইতিহাসে দুই শহরে দুজন বাংলাদেশি ইতিহাসের পাতায় নাম লেখাবেন। এ প্রসঙ্গে রানা তসলিম উদ্দিন বলেন, লিসবন মিউনিসিপ্যালিটির যে পদবিতে তিনি প্রার্থী হয়েছেন যা ইতোপূর্বে কোনো বাংলাদেশি প্রার্থী হননি। তার বিজয় পর্তুগালে বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

তারা মনে করেন, পর্তুগালের জাতীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণে এখানকার বসবাসরত প্রবাসীদের তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

প্র.ডে/ফরিদ আহমেদ পাটোয়ারী/পর্তুগাল
গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান চৌধুরী গ্রেপ্তার

গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান চৌধুরী গ্রেপ্তার



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 


মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পৌর শহরের কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা শেষে ফিরছিলেন। 

পুলিশ জানায়, এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর  বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 


গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে তাৎক্ষণিক জানাতে পারেন নি পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছেন। 

Tuesday, 24 August 2021

ল্যাবে বিশ্বের সবচেয়ে সুস্বাদু মাংস তৈরী: দেখতে ও স্বাদে আসলের মতো

ল্যাবে বিশ্বের সবচেয়ে সুস্বাদু মাংস তৈরী: দেখতে ও স্বাদে আসলের মতো



বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড ‘ওয়াগউ বিফ’ প্রকাশ্যে এনেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই মাংসটি ‘অবিকল আসলের মতো’ এবং ল্যাবে স্টেম সেল থেকে এই মাংস তৈরি করা হয়েছে। খবর ডেইলি মেইলের।

এর আগে বিজ্ঞানীরা কখনও ল্যাবে স্টেক তৈরি করতে পারেননি। আগে ল্যাবে তৈরি হওয়ার বেশির ভাগ ‘কালচারড’ মাংসই ছিল ছোট ছোট দানাদার। এসব মাংসের ফাইবার খুব জটিল ছিল না।


কিন্তু স্টেক বিশেষ করে ওয়াগউ বিফে চর্বি, পেশী এবং শিরা রয়েছে যা মার্বেলিং ইফেক্ট সৃষ্টি করে। আর থ্রিডি প্রিন্টিং টেকনিক ব্যবহার করে সেটাই হুবহু তৈরি করতে সক্ষম হয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

এই গবেষণার লেখক ডং-হি কাং বলেছেন, এই আবিষ্কারের ফলে কালচারড মাংসের জন্য টেকসই ভবিষ্যতের দুয়ার খুলে যেতে পারে। এর ফলে বিদ্যমান মাংসের মতো মাংস তৈরি করা সম্ভব হবে।

এই স্টেক তৈরি করতে কত টাকা খরচ হয়েছে বা কবে নাগাদ এই মাংস বাজারে আসবে সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি গবেষক দলটি।

ওয়াগউকে ইংরেজি ভাষায় রূপান্তর করলে এর অর্থ দাঁড়ায় ‘জাপানিজ গরু’। এই মাংস বিশ্বের অন্যতম বিখ্যাত। এটার মধ্যে উচ্চ পর্যায়ে ‘ইন্ট্রামাসকুলার ফ্যাট’ এবং মার্বেলিং থাকে।

এই মার্বেলিং ইফেক্টের কারণে এই স্টেক অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আর এজন্যই এই মাংস বিশ্বের সবচেয়ে দামি স্টেক।


তবে বর্তমানে পশুপালনের কৌশলগুলো অস্থিতিশীল বলে বিবেচনা করা হয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভিদভিত্তিক বিকল্প এবং এ ধরনের কালচারড মাংসের চাহিদা বাড়ছে।

গবেষক দলটি জানিয়েছে, বর্তমানে প্রচলিত ‘কালচারড মিট’ দুর্বলভাবে সংগঠিত পেশী ফাইবার কোষ দিয়ে তৈরি হচ্ছে, যা প্রকৃত গরুর স্টেকের জটিল গঠন পুনরুত্পাদন ব্যর্থ।

জাপানি গবেষকদের দলটি বলছে, তারা এমন একটি থ্রিডি প্রিন্টিং পদ্ধতি তৈরি করেছেন যার মাধ্যমে কিনতারো ক্যান্ডি যেভাবে বানানো হয়, সেই একই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে পেশী, চর্বি এবং রক্তনালীর মতো বিভিন্ন টিস্যু তৈরি করেন এবং পরে সেগুলোকে সংহত করেন।

গবেষণার লেখক বলছেন, এর ফলে ‘সিনথেটিক মাংস’ উৎপন্ন হয়, যেটা দেখতে অনেকটা সত্যিকারের স্টেকের মতো। তিনি আরও বলেন, একই পদ্ধতি ব্যবহার করে আরও জটিল কাঠামো তৈরি করা সম্ভব।

গবেষকদের দল জানিয়েছেন, তারা বোভাইন স্যাটেলাইন সেল এবং অ্যাডিপোস-উৎপন্ন স্টেম সেল, এই দুই ধরনের সেল ব্যবহার করেছেন।

তারা বলছেন, ল্যাবের পরিস্থিতি অনুকূল থাকা সাপেক্ষে এই দুই সেল একত্র করে প্রয়োজনীয় যেকোনো ধরনের সেল তৈরি করার মাধ্যমে কালচারড মিট তৈরি করা সম্ভব।
প্রবাসী রেমিটেন্সে নতুন রেকর্ড

প্রবাসী রেমিটেন্সে নতুন রেকর্ড



করোনা মহামারির মধ্যেও রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসীরা। এতে আজ মঙ্গলবার রেমিটেন্স ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি টাকা) ডলারের মাইলফলক ছুঁয়েছে। আগস্টে ২৩ দিনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

মঙ্গলবার (২৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, রেমিটেন্স ইতিবাচক ধারা ফিরেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন নতুন উচ্চতায় উঠেছে।

গত দেড় মাসে ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।

অতীতের সব রেকর্ড ছাপিয়ে এই মহামারির মধ্যে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছা বাংলাদেশের অর্থনীতির জন্য ‘খুবই ভালা’খবর বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ১২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬.১ বিলিয়ন হতে ৮ গুণ বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। এত অল্প সময়ে এত বেশি পরিমাণ রিজার্ভ। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রেকর্ড।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আর চলতি মাসের ২৩ দিনে এসেছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।