Saturday, 4 September 2021

জয়ের সম্ভাবনা দেখছেন হাবিবঃ তবে ফলাফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা

জয়ের সম্ভাবনা দেখছেন হাবিবঃ তবে ফলাফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা



নির্বাচনের ফলাফল যাই হোক জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তবে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে দিন শেষে তার প্রতীক নৌকার বিজয়ই হবে বলে মনে করছেন তিনি।


শনিবার সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাবিব বলেন, সকালে মা-বাবার কবর জিয়ারত করে তিনি ভোট দিতে এসেছেন। ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে বিকেল ৪টার পর নৌকা প্রতীকেরই বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ফলাফল যাই হোক না কেন জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেয়ার কথাও জানান হাবিব। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।


প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ করে হাবিব বলেন, সিলেট-৩ আসনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক অবৈধভাবে টাকা উড়ানো শুরু করেন। এতে নির্বাচনী পরিবেশ কলুষিত হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
ইভিএম নিয়ে অভিযোগ শফির

ইভিএম নিয়ে অভিযোগ শফির


ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে এখনো মানুষ অভ্যস্ত নয়। ভোট দিতে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সাংসদ ও বিএনপির বহিস্কৃত কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরী।


শনিবার দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ভোটের আগে ইভিএম নিয়ে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

শফি আহমেদ চৌধুরী বলেন, মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে অভ্যস্ত নয়। তিনি নিজেও জানতেন না ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয়। অনেক পোলিং অফিসারও ইভিএম বুঝেন না।

নারী ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মন্তব্য করে শফি আহমেদ চৌধুরী বলেন, নারী ভোটাররা কেন্দ্রে গিয়ে ব্যালট খুঁজছেন। ইভিএম পদ্ধতি সম্পর্কে তারা কিছুই জানে না। তাই অনেকে সুষ্টুভাবে ভোট দিতে পারছেন না।


নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন শফি। তিনি বলেন, নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করেন তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী থাকেন। তিনিও একইভাবে আশাবাদী।

জয়ের কারণ হিসেবে তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে তিনি রাজনীতি করে আসছেন। সাংসদ থাকাকালে এলাকায় অনেক উন্নয়ন করেছেন। ব্যক্তিগত উদ্যোগেও এলাকার উন্নয়ন করেছেন। মানুষ এই উন্নয়নের কথা মনে রেখেছে। তাই তাদের সমর্থন তার প্রতীকেই থাকবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
সিলেট ৩ উপনির্বাচনের ভোট প্রয়োগে ভোটারদের উপস্থিতি কম

সিলেট ৩ উপনির্বাচনের ভোট প্রয়োগে ভোটারদের উপস্থিতি কম




বহূল প্রতীক্ষিত সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন ঝটলা নেই।

সকাল থেকে ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি আছে সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য।

সকাল সাড়ে ৮টায় ও পৌনে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হাজী মোহাম্মদ রাজা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি। তবে বেলা বাড়ার পর হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল সোয়া ৮টায় ভোট দেন এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি তার নিজ কেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এসময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও দলীয় নেতাকর্মীরা। এছাড়াও অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।


সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ থেকে ১৯ জন করে সদস্য। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত ২১টি মোবাইল ফোর্স, ১২টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ১২টি টহল টিম ও ১২ প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের মনিটরিং করছেন তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটিতে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

গত ১১ মার্চ করোনায় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুইদিন আগে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন আদালত। পরবর্তীতে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।
রাত পোহালেই সিলেট-৩ আসনের নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই সিলেট-৩ আসনের নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন



রাত পোহালেই অর্থাৎ ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ শূন্য আসনের উপনির্বাচন। নানা বাধা-বিপত্তির পর অবশেষে এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

করোনাকালীন এ নির্বাচনে দু’বার তারিখ দিয়েও পেছাতে হয়েছে ইসিকে। প্রথমবার জাতীয় পার্টির দাবির পরিপ্রেক্ষিতে, দ্বিতীয়বার উচ্চ আদালতের নির্দেশে। এছাড়া এ দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ছয় ভোট কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন প্রথমবার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। যিনি জীবনে প্রথম কোনো নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হতে পেরেছিলেন। পরবর্তীতে এ দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের জেলা প্রশাসককে।

উচ্চ আদালতের স্থগিতাদেশ ওঠে যাওয়ার পর নতুর তারিখ দিয়ে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের সামগ্রী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন ভোটের এলাকায়।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী জিনিসপত্র ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, সাধারণ কেন্দ্রে ১৮ জন ও ঝূঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ জনের ফোর্স। রয়েছে র‌্যাব, বিজিবি, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচার কাজ সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচনী তদন্ত কমিটি ও ২১টি ভ্রাম্যমাণ আদালত।


ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট-৩ আসনটি ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৫০ হাজারের মতো ভোটার রয়েছে।

এ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। পরবর্তীতে জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে ১৪ জুলাই ভোটের তারিখ দেয় ইসি। ওইদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় দলটি ভোট পেছানোর দাবি করে। সেই দাবি আমলে নিয়ে পরবর্তীতে ২৮ জুলাই ভোটের পুনর্তারিখ দেয় কমিশন। কিন্তু একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৫ আগস্ট পর্যন্ত ভোটের ওপর স্থগিতাদেশ দেন এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার নির্দেশনাও দেন। সেই নির্দেশনার আলোকে কমিশন ২৩ আগস্ট ভোটের নতুন তারিখ দেন আগামী ৪ সেপ্টেম্বর।
নৌকার ধাক্কায় ভেঙ্গে পড়লো বিশাল ব্রিজ

নৌকার ধাক্কায় ভেঙ্গে পড়লো বিশাল ব্রিজ



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ-কৃষ্ণনগর সংযোগ খালের ওপর নির্মাণ করা হয়েছিল একটি সেতু। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে পার হতে পারেনি কোনো যানবাহন। সেতু ব্যবহার করে যাতায়াত করেননি কোনো মানুষও। শুক্রবার সকালে ইটবাহী একটি নৌকা ধাক্কা দিলে ভেঙে যায় দুই যুগ ধরে কাজে না লাগা সেতুটি।

সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও চরনারায়নপুর গ্রামের মধ্যবর্তী স্থানে খালের ওপরে থাকা সেতুটি ভেঙে যায়। এতে নৌকায় থাকা দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা হলেন নৌকার মালিক আব্দুল খালেক এবং হাবিব। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে।

জানা গেছে, বনগজ-কৃষ্ণনগর সংযোগ খালের ওপর প্রায় দুই যুগ আগে সেতুটি নির্মাণ করা হয়। তবে সেতুর দুই পাশে সড়ক না থাকায় সেতুটি দিয়ে যানবাহন এবং মানুষ চলাচল করতে পারত না। এর ফলে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মানুষ বর্ষার সময় নৌকায় এবং অন্য সময়ে পানি ভেঙে খালটি পার হন। এতে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর তিনটি পিলারের উপরের অংশ ভেঙে কাত হয়ে নৌকার ওপর পড়ে আছে। কিছু অংশ ইটবোঝাই নৌকার ওপর পড়ে আছে।

নৌকার শ্রমিক সফর আলী বলেন, সকাল ৭টার দিকে জেলার শাহবাজপুর ডিজিটাল ব্রিকফিল্ড থেকে ৭ হাজার ইট নিয়ে একটি নৌকা আখাউড়ার ঘোলখার এলাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে সেতুটির কাছে পৌঁছার পর প্রবল স্রোতের কারণে মাঝি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নৌকাটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে সেতুটির একটি অংশ নৌকার ওপর ভেঙে পড়ে।


বনগজ গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ‘আমি নৌকা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি নৌকাটি ঘুরতে ঘুরতে সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে সেতুটি ভেঙে পড়ে যায়।

নৌকার মালিক সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের আব্দুল খালেক জানান, নৌকায় ১১জন লোক ছিল। তাদের মধ্যে দুইজন আহত হয়েছেন।

সূত্র : ঢাকা পোস্ট

Friday, 3 September 2021

গোলাপগঞ্জে সিনোফার্মকে হারালো মডার্না (ভিডিও)

গোলাপগঞ্জে সিনোফার্মকে হারালো মডার্না (ভিডিও)



গোলাপগঞ্জে সিনোফার্ম ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মডার্না ফুটবল দল। উপজেলার চন্দরপুর আল-এমদাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আদিয়ান ২য় ফুটবল প্রিমিয়ার লীগ ২০২১ আসরে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে মডার্না ফুটবল দল।



শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আদিয়ান আহমদ ফুটবল একাডেমি আয়োজিত এ লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন দর্শকবৃন্দ। শক্তিশালী দু'দলের অসাধারণ পারফর্ম্যান্সে গোল শূন্য(০) ড্র হয় ম্যাচটি। পরে ট্রাইবেকারের মাধ্যমে সিনোফার্ম দলকে হারিয়ে বিজয়ী হয় মডার্না ফুটবল দল।

উল্লেখ্য, আদিয়ান ২য় ফুটবল প্রিমিয়ার লীগ-২০২১ আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেছে আদিয়ান আহমদ ফুটবল একাডেমি। ফুটবল দলগুলোর নামই ছিলো এ আয়োজনের মূল আকর্ষণ। মোট ৫টি ফুটবল দলের মধ্যে এ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়। এ ৫টি ফুটবল দলের নাম বাচাই করা হয় বর্তমান সময়ের মহামারি করোনা ভাইরাস প্রতিরোধক ৫টি ভ্যাকসিনের নামে। এগুলোর নাম ছিলো- মডার্না, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও জনসন।


ব্যতিক্রমী এসব ফুটবল টিমের নাম দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলো আদিয়ান প্রিমিয়ার লীগের ২য় আসর। আগত সহস্রাধিক দর্শকগণ আনন্দ-উচ্ছ্বাসে এ লীগের খেলাগুলো উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে কানায়-কানায় পূর্ণ ছিলো ফুটবল মাটের চারপাশ। সকলেই উল্লাসের সহিত ম্যাচটি উপভোগ করেন।




লীগের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে তরুণ সমাজকর্মী শিপু ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ডাঃ আব্দুল মতলিব, আব্দুল ওয়াহিদ কটই, হেলাল উদ্দিন, বাহার উদ্দিন প্রমুখ। এসময় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।


এছাড়া আগত দর্শকদেরকে এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণ করা ফুটবল দল ও খেলোয়াড়বৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান আদিয়ান আহমদ ফুটবল একাডেমি'র কর্ণধার সুলতান মাহমুদ।

GSC-এর সৌজন্যে খেলার পুরো ভিডিওঃ


প্রেম সংক্রান্ত জেরে গোলাপগঞ্জে দু'পক্ষের সংঘর্ষঃ বৃদ্ধ নিহত, আহত ১৫

প্রেম সংক্রান্ত জেরে গোলাপগঞ্জে দু'পক্ষের সংঘর্ষঃ বৃদ্ধ নিহত, আহত ১৫



গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে প্রেম সংক্রান্ত জের ধরে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষে ছলমান আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরোও অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দু'পক্ষের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে এলাকার মরহুম তফই আলীর ছেলে আসাদ আলীর (২৩) সাথে একই এলাকার তছির আলীর মেয়ে (১৮) এর সাথে প্রেম সংক্রান্ত জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ বসলে এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় মরহুম আওলাদ আলীর ছেলে ছলমান আলী (৭১) নামের এক বৃদ্ধ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫জন লোক আহত হয়েছেন বলে জানা যায়।


গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের ৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।