Saturday, 28 October 2023

গোলাপগঞ্জে ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সদস্য সাঈদের বিদায়ী সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সদস্য সাঈদের বিদায়ী সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জের ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিডের সদস্য সাঈদুর রহমান সাঈদের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৯টার সময় উপজেলাস্থ ধারাবহর এক মাইল খাদিমুল কোরআর পরিষদের কার্যালয়ে সমিতির পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সভাপতি ফখরুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন পশ্চিম ধারাবহর গুলবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান।

এসময় বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট আইপি ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী সাদিকুর রহমান, ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পারিষদের সাধারন সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক ও সমিতির সদস্য সিদ্দিক রহমান, বসির আহমদ, ইসিয়াস বেপারি।

এসময় উপস্থিল ছিলেন সমিতির সদস্য তানজিদুল ইসলাম তাওহীদ, আকাশ আহমদ, সাহান আহমদ।

এ বিদায়ী অনুষ্টানে বক্তরা বলেন, সাঈদুর রহমান সাঈদ সামাজিক অংঙ্গনে এক পরিচিত মুখ। তিনি সামাজিক কাজে সব সময় ভূমিকা রেখে গেছেন। আজ তিনি জীবনের তাগিদে প্রবাসে যেতে হচ্ছে। তা চলে অনেক কষ্ঠের। তিনি যেন প্রবাসে গিয়েও সামাজিক কাজে সংপৃক্ত থাকেন এবং তার প্রবাস যাত্রা সুখ ও সমৃদ্ধময় হয় এই প্রত্যাশা করেন।

Friday, 15 September 2023

লন্ডনে ২দিনব্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

লন্ডনে ২দিনব্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সফলভাবে শেষ হল দুইদিনব্যাপী ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩, লন্ডন   ________________________  


সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর উদ্যোগে- লেখক-পাঠক,প্রকাশক, সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও শুভানুধ্যায়ীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে দুদিনব্যাপী ১১তম  বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩। ১০ই সেপ্টেম্বর রবিবার  ইস্টলন্ডনের দ্যা আর্ট প্যাভিলিয়ন, মাইল এন্ড- পার্কে উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হয় দুইদিনব্যাপী বাংলাদেশ বই মেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।  দুপুর ২.৩০ মিনিটে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত  রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী  ড. নুরুন নবী, ডেপুটি হাইকমিশনার জনাব হযরত আলী খান, বিজ্ঞানী ড. জীনাত নবী, তাইসির মাহমুদ( জেনারেল সেক্রেটারি, লন্ডন বাংলা প্রেস ক্লাব)সহ পুরস্কারপ্রাপ্ত কবি- সাহিত্যিক এবং প্রকাশক, লেখক পাঠক, সাংবাদিক সহ সাহিত্যপ্রেমী কমিউনিটি নেতৃবৃন্দ।  সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য-সংগঠন উদিচী ও সত্যেন সেন স্কুলের শিল্পীদের  জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। সংগঠনের সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে, সভাপতি কবি ময়নূর রহমান বাবুল, আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন ‘লন্ডনে এমন ব্যাপক পরিসরে  বই মেলার উদ্বোধনী  করতে পেরে সত্যিই আমি আনিন্দিত  বাংলাদেশের বাইরে এত সুন্দর আয়োজন  আমাকে মুগ্ধ করেছে’। ড. নুরুন নবী বলেন, ‘ আমি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। বহর্বিশ্বে এ ধরনের বিশাল বইমেলায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আমি মুক্তধারার বইমেলা আয়োজনের সাথে জড়িত। এত ব্যাপক আয়োজন কতটুকু কষ্টসাধ্ তা বুঝতে পারি। এরপরও দেশের বাইরে আমাদের সাহিত্য সংস্কৃতি বিকাশে আয়োজকদের ধন্যবাদ জানাই”। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন সহ বাংলাদেশ থেকে আগত প্রকাশনীস্টল পরিদর্শন করেন এবং উপস্থিত প্রকাশকদের সাথে কথা বলেন। মেলায় ১৭টি স্টল এবং স্টেজের সৃজনশীলতায় ভূয়াসী প্রশংসা করেন।

উল্লেখ্য, ১১তম বাংলাদেশ বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে প্রায় ২১টি প্রকাশনা। মেলায় প্রায় ১৯টি প্রকাশিত বই ২টি লিটলম্যাগের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া মূল মঞ্চে সংগঠনের প্রকাশনা “তৃতীয় বাংলা” ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। পুরোদিন জুড়ে সাহিত্য- সংস্কৃতি প্রেমীদের পদচারনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন। উপস্থিত সকলেই মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি বলে অনুভুতি প্রকাশ করেন। 


দুদিনব্যাপী বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে ছিল আলোচনা, শিশুদের পরিবেশনা, মোড়ক উন্মোচন, নৃত্য,কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ, সংগীত সহ নানা আয়োজন।  “বহির্বিশ্বে বাংলা সাহিত্য চর্চার সাম্প্রতিক প্রবণতা” এবং “বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিলাতের নারী সমাজের ভূমিকা” শির্ষক দুটি গুরুত্বপূর্ণ সেমিনার পুরো মেলাকে অনন্য করে তোলে। অ্যাপাসেন লার্নার্স কালচারালাল গ্রুপের পরিবেশনা (লার্নিং ডিসিবিলটি শিল্পীদের সংগীত পরিবেশনা) ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উচ্ছ্বাসিত। এই পরিবেশনা মেলায় নিয়ে আসে এক নতুন মাত্রা।এধরনের অনুষ্ঠানের সুযোগ করে দেয়ায় সকলেই ভূয়াসী প্রসংশা করেন।আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ড. নুরুন নবী ( বীর মুক্তিযোদ্ধা,বিজ্ঞানী, লেখক),  রেজওয়ানা চৌধুরী বন্যা( বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী),হযরত আলী খান(ডেপুটি হাইকমিশনার), ড. জিনাত নবী(বিজ্ঞানী, লেখক), সুলতান মাহমুদ শরীফ,সৈয়দ ( বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ), সামাদুল হক(সাংবাদিক , ব্যবস্থাপনা পরিচালক বাংলা টিভি), ফরিদুর রহমান(বিশিষ্ট সাংবাদিক, চিন্তাবীদ, মুক্তিযোদ্ধা) অরণ্য আনোয়ার ( নাট্য নির্মাতা, স্ক্রিপ্ট রাইটার), মাহমু হাসান (এমবিই), সালেহা চৌধুরী (বিশিষ্ট কথা সাহিত্যিক), শাগুফতা শারমিন তানিয়া( কথা সাহিত্যিক), বুলবুল হাসান(সাংবাদিক), সেজুতি মনসুর( ইয়াং রাইটার) প্রমুখ। আলোচনা পর্বটি পরিচালনা করেন বাচিক শিল্পী মুনিরা পারভিন। 

সংগঠনের পক্ষ থেকে এবছর সম্মাননা পদক (সাহিত্যে ) কবি, সাংবাদিক জনাব হামিদ মোহাম্মদকে প্রদান করা হয়। বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের আবৃত্তি এবং বিভিন্ন শহর থেকে আসা কবিদের স্বরচিত কবিতাপাঠ সবাই মুগ্ধ করে রাখে। 
বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সাথে মুক্তযুদ্ধ বিষয়ক কথোপকথন অনুষ্ঠানে ৭জন বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও স্মৃতিচারণ পুরো আয়োজনকে নান্দনিক করে তোলে। 
সমাপ্তি পূর্ব  বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী উপস্থিত প্রকাশকদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হয়। প্রকাশকদের পক্ষ থেকে সময় প্রকাশনীর কর্নধার জনাব ফরিদ আহমদ মেলা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন প্রবাসে এধরনের উৎসবমুখর বইমেলা দেখে আমি অভিভূত। 

বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন- মিলটন রহমান, আমিনা আলী, ফারুক আহমদ, সুজাত মনসুর,ইকবাল হোসেন বুলবুল, ফারাহ নাজ, মোস্তফা জামান চৌধুরী, আবু মকসুদ,হেনা বেগম, নাজ নাঈম। 

১০ ও ১১সেপ্টেম্বর, রবিবারে শুরু হওয়া বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব সোমবার রাত সাড়ে দশটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়।

Sunday, 3 September 2023

গোলাপগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন

গোলাপগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন



গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির গোলাপগঞ্জ উপজেলা শাখা। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের ধানের শীষের সাবেক এমপি প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে ৪৫ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয় তিনি বুঝতে পেরেছিলেন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই একমাত্র পথ। এ কারনে বিলীন হওয়া আওয়ীলীগকে পূর্ণ জীবিত করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তিনি। এখনও জিয়াউর রহমানের সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষ ভালো নেই। গুম, খুন ও দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে। পুলিশি হয়রানি ও জেল-জুলুম উপেক্ষা করে সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীরা সোচ্চার হয়েছে। তাই এ ফ্যাসিস্ট সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে গোলাপগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ।

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সদস্য জামাল আহমদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক জয়নাল মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আমিন উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মাহবুবুল হক লুলু, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল আহমদ, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, কৃষিবিষয়ক সম্পাদক জাকির হোসেন,সহ যুব বিষয়ক সম্পাদক আশিক আহমদ, দুলাল হোসেন রুপন, জাসাস সভাপতি আমির হোসেন, মাস্টার গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম খোকন, উপজেলা যুবদলের সদস্য জিয়া আহমদ,আব্দুল আহাদ, সালাহ উদ্দিন,শামীম আহমদ, শিপন আহমদ, হোসেন আহমদ, খয়ের আহমদ, শাকিল আহমদ, ইমন আহমদ, কাওসার আহমদ, ফাহিম আহমদ, রিমন আহমদ, নিশাদ আহমেদ, পারভেজ আহমদ, শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের শিপু আহমদ,সাকিব আহমদ, মুন্না, নাহিদ, হুসাম উদ্দিন, আশরাফুল কবির, মারজান আহমেদ, নিশান, এমরান হোসেন, মান্না, ফাহিম আহমদ, সিজান, মান্না আহমদ, ইমন আহমদ, ইমন আহমদ, এমরুল আহমদ, রাজন আহমদ, রনি আহমদ, রনি উদ্দিন, রাহিন আহমদ,  মুমিন আহমদ, নিশাদ, কাওসার আহমদ, শাব্বির, রাহাদ,সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের হাজারোধিক নেতাকর্মী।

Friday, 25 August 2023

১১তম বইমেলা উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

১১তম বইমেলা উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত



১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩ উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩শে আগস্ট) বাংলাদেশ হাইকমিশনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আসন্ন ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মাননীয় হাইকমিশনার সাইদা মুনা তাসনিম- এর সাথে আগামী ১০ ও ১১ই সেপ্টেম্বর আর্ট প্যাভিলিয়ন- মাইল এন্ড-এ অনুষ্ঠিতব্য বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি গতবারের ১০ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অত্যন্ত নান্দনিক ও সৃজনশীলতায় ভরপুর এবং সফলভাবে আয়োজনের জন্য সংগঠেনর ভূয়সী প্রশংসা করেন।

সংগঠনের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘প্রবাসে শতব্যস্ততায় মাঝেও আপনারা বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করছেন, এ ধারা যেন অব্যাহত থাকে। এতে আমাদের এখানে বেড়ে ওঠা প্রজন্ম খুঁজে পাবে তাদের শিকড়’।


আসন্ন বইমেলায় হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন-সহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরাত আলী খান, কাউন্সিলর মৌমিতা জীনাত। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  সভাপতি ময়নূর রহমান বাবুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোসাইদ খান, ইসি সদস্য আতাউর রহমান মিলাদ।

Friday, 23 June 2023

বিদেশ যাবেন, কিভাবে কি করবেনঃ এমরান মুর্শেদ দোলন

বিদেশ যাবেন, কিভাবে কি করবেনঃ এমরান মুর্শেদ দোলন


বিদেশ যাবেন, কিভাবে কি করবেন? 
এমরান মুর্শেদ দোলন

বিদেশের মাটিতে অনেক বিদেশী আন্তরিক ভাবে আমাদের পরিবার, দেশ, সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। কেউ কেউ জানতে চায় পরিবার ছেড়ে কেন আমরা একাকি বিদেশে পড়ে আছি? আমাদের যখন কেউ বলে, বাংলাদেশ কি গরীব? অনেক কারণ জানি কিন্তু কোনো বিদেশীকে বলার মত যোগ্য মনে করিনা।  সহজ ভাবে জেতার জন্য সংক্ষেপে আমার বিশ্বাসে একটি সত্য কথা বলি, আয়তনের তুলনায় মানুষ বেশি। কর্মসংস্থান কম। 

ইউরোপের দশের অধিক দেশ হবে যাদের জনসংখ্যা পাঁচ থেকে চল্লিশ লাখের মধ্যে। পর্তুগালের আয়তন বাংলাদেশের হিসেবে অর্ধেক হলেও জনসংখ্যা এক কোটির কম। দ্বিগুণ আয়তনের ভূখন্ড নিয়ে আটারো গুন জনসংখ্যার ভার বহন করছে আমাদের প্রিয় স্বদেশ। তার মানে বর্তমান জনসংখ্যার অর্ধেক হলেও আমি মনে করি আমাদের মোট জনসংখ্যার দশ শতাংশও দারিদ্র্য সীমার নিচে থাকতো না। করোনার পর ফ্লাইট চালু হলে ২০২০ সালের অক্টোবরের ১ তারিখ পর্তুগাল ফিরি। এপোয়েন্টমেন্ট নিয়ে দুই তিন মাসের মধ্যে ভ্যাক্সিন নিতে যাই বৃহৎ আকারের স্থানীয় স্পোর্টস সেন্টারে। এক কোটি জনসংখ্যার দেশে মানুষ ভীড় করে ভ্যাক্সিন নিচ্ছে। আর সেই তারিখেই বাংলাদেশ এক কোটির উপর টিকাদান সম্পন্ন করেছে। আমাদের সামর্থ্যের একটি উদাহরণ মাত্র।

আমাদের দেশের রপ্তানি যোগ্য প্রধান সম্পদ আমাদের দেশের জনশক্তি বলেই আমি মনে করি। এতে আমাদের লাভ দুই দিক থেকে। এক যারা বাইরের দেশে গেল তারা দেশের জন্য রেমিট্যান্স অর্জন করবে। দুই দেশের মধ্যে যারা চাকুরির প্রতিযোগিতায় থাকবে তাদের মধ্যে বেকারত্বের হার কমবে।

এখন আসা যাক বিদেশে যাওয়ার বিষয়। আমি সরাসরি শ্রমশক্তির কথা বলছি। 

পৃথিবীটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়ার মতো সব জায়গায় একই অবস্থা। আমাদের মতো দেশগুলো থেকে লোক নিতে আগ্রহী উন্নত বিশ্বের দেশগুলো। আমাদের দেশের মেধা পাচার হচ্ছে প্রকাশ্যে, আমরাও সাধুবাদ জানাচ্ছি। ফ্রি উচ্চতর শিক্ষা, স্কলারশিপ দিয়ে নিচ্ছে। অনেকে নিজস্ব অর্থায়নে বিদেশে যাচ্ছেন জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার জন্য। পরিক্ষীত মেধাদের তারা চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে রেখে দিতে সক্ষম হচ্ছে। কিন্তু আমাদের আপামর শ্রম বাজারের পথ তারা কতটা উন্মুক্ত রেখেছে প্রবেশের জন্য? প্রায় বন্ধ। যাও চাচ্ছে বা নিচ্ছে দাবি দক্ষ কর্মীর। অদক্ষ কর্মী বেশিরভাগ যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে মাধ্যম ধরে বেশি টাকা দিয়ে। বেশির ভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন বা ন্যায্য মজুরি পাচ্ছেন না। দিন বদলের আশায় বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন। এদের ক্ষুদ্র একটি অংশ দীর্ঘ সময় কাজ করে দক্ষতা লাভ করে বা ভাগ্যগুণে সুযোগ পেয়ে এক‌টি অবস্থানে পৌঁছান। 

আমরা যারাই বিদেশে যাওয়ার কথা ভাবি প্রথম ভাবি কত টাকা লাগবে, কিভাবে যোগাড় করবো? আমাদের ভাবা উচিত আমি কোন কাজ জানি, এই কাজের সঠিক মূল্যায়ন, উপযুক্ত মজুরি কোথায় পাবো? যদি কোনো কাজে আমার দক্ষতা না থাকে আমার জানার চেষ্টা করা উচিত, আমি যে দেশে যাওয়ার পরিকল্পনা করছি সেদেশে কোন কাজের চাহিদা আছে, আর কোথা থেকে প্রশিক্ষণ নিয়ে আমি সে কাজে দক্ষতা অর্জন করতে পারবো। আমার পছন্দের দেশে বা আমার অভিজ্ঞতা লব্ধ সেক্টরে সরকারি উদ্যোগে যাওয়ার কোনো পথ আছে কিনা? 

আমাদের সরকার ক্রমাগত বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর চেষ্টায় আছে। পাশাপাশি আছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সার্কুলার দিয়ে প্রার্থী যাচাই করে নিয়োগ দিয়ে নিচ্ছে। এই সব জায়গায় প্রথমে যাচাই হবে আপনার কাজের দক্ষতা। কিছু দেশে ভাষা জ্ঞানের ও প্রমাণ চায়। আপনার প্রথম এসব জায়গায় সুযোগ খোঁজা উচিত হবে। আপনার দক্ষতা প্রমাণ হবে আপনার দায়িত্ব, নির্বাচিত হলে আপনার সুযোগ সুবিধার দেন দরবার করবে সরকার। 

এই পন্থা অবলম্বন করে ব্যর্থ হলে আপনার দালাল ধরার পথ সব সময় খোলা। কিন্তু আপনি পরিকল্পনা মাফিক দুই বছর চলে দেখুন, আপনি সফল হবেন।

দুনিয়া এখন হাতের মুঠোয়। আপনার বয়স আটারো বছরের বেশি হলে আপনার যদি মধ্যপ্রাচ্য বা সমগোত্রীয় দেশে যাওয়ার জন্য দুই থেকে পাঁচ লক্ষ টাকা বাজেট হয় প্লিজ প্রচলিত রাস্তায় যাওয়ার আগে একটু সরকারের একটি প্রচেষ্টা পরীক্ষা করে দেখুন।

আপনার মোবাইলের এপ স্টোর থেকে "আমি প্রবাসী" (https://play.google.com/store/apps/details?id=com.thane.amiprobashi) এপটি ডাউনলোড করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। ধাপে ধাপে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের বিবরণ, প্রয়োজনীয় ফাইল আপলোড করুন।

আপনার প্রোফাইলে সম্পূর্ণ তথ্য আপলোড হলে জব সার্চ অপশনে যান। আপনার জ্ঞান ও দক্ষতার সাথে যেসব চাকুরি মিলে সেসব জবে আবেদন করুন।

এই এপে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জব অফার আছে। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এইসব বিজ্ঞাপন প্রকাশ করে। তবে নিয়োগ ক্ষেত্রে দূর্নীতি, স্বজনপ্রীতি ও প্রতারণামূলক তৎপরতা রোধে সরকারের সজাগ দৃষ্টি আছে বলেই মনে করছি। খরচও সরকার নির্ধারিত।।  ইউরোপ আমেরিকার নেই, তবে জেনে রাখুন সরকারি মাধ্যমে যদি কোনো সুযোগ আসে সেটাও এখানেই পাবেন। আর আমার বিশ্বাস তার জন্য ও বেশি সময় অপেক্ষা করা লাগবে না।  তাই যত তাড়াতাড়ি পারেন এই এপের সব গুলো ধাপ সম্পন্ন করুন। নির্ধারিত ফি প্রদান করে সকল প্রক্রিয়া অনুসরণ করে BMET কার্ড ম্যানেজ করে রাখুন।

এরমধ্যে একটি কাজে দক্ষ হয়ে উঠুন, প্রয়োজনে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিন। পবাসে অবস্থানরত বন্ধু পরিজনদের থেকে জানুন কোন ক্ষেত্রে আপনার প্রশিক্ষণ আপনাকে বাড়তি সুবিধা দেবে।  প্রশিক্ষণ পরেও প্রবাস গমণের আগ পর্যন্ত রিলেভেন্ট কাজে ব্যস্ত থাকুন। আর যে কাজই জানুন পাশাপাশি ড্রাইভিং পাস লোকের সব কাজে অগ্রাধিকার পাবে বিদেশের মাটিতে, সাথে অতিরিক্ত সুবিধা। 

আপনার চেষ্টা অব্যাহত রাখুন, ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হোক, আপনার সফলতা কামনা করি।

Sunday, 18 June 2023

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি শোক

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি শোক


গোলাপগঞ্জ উপজেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক  দৈনিক মানবজমিন পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি চেরাগ আলী আর নেই। ইন্নালিল্লাহি...রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। 

 শনিবার (১৭জুন) সকাল ১০  টা ৩০ মিনিটের সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে  শয্যাশায়ী ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও ৩ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পদক আব্দুল আজিজ বাবর, প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, নির্বাহী সদস্য আফসার আহমদ, জাকারিয়া মোহাম্মদ, ডিএইচ মান্না। তারা এক শোক বার্তায় শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Thursday, 8 June 2023

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত


গোলাপগঞ্জের বানিগাজী গ্রামে হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুন) সকালে বানিগাজী গ্রাম-সহ আশপাশের অসহায় ১০০টি পরিবারের হাতে নগদ এ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

অর্থ বিতরণী অনুষ্ঠানের পূর্বে মরহুম হাজী মোঃ তজম্মুল আলী এবং তার ভাইদের স্মরণে এবং পরিবারবর্গের মঙ্গলকামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টী যুক্তরাজ্যে অবস্থানরত আলহাজ্ব হাছান উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং দেশে অবস্থানরত অন্যতম ট্রাস্টী মিডল্যান্ডস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী হাজী মোঃ কামাল উদ্দিন আমান। মোঃ ইমাদ উদ্দিন দুলু'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, ইউপি সদস্য উস্তার আলী ও সালমান কাদের দিপু।


বক্তারা আর্তমানবতার সেবায় নিয়োজিত হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অসহায়দের সহায়তায় এ ট্রাস্ট সর্বদা হাত প্রসারিত রেখেছে। প্রতি রমজান মাসে ও করোনাকালীন সময়ে এ ট্রাস্টের মাধ্যমে অসংখ্য অসহায় পরিবারের হাতে অর্থ সহায়তা পৌছিয়ে দেয়া হয়েছে। বক্তারা আরোও বলেন, অসহায় অসুস্থ মানুষদের সহযোগিতায়ও এ ট্রাস্টের হাত সর্বদা প্রসারিত থাকে। আগামীতেও আরোও সমৃদ্ধির সাথে এ ট্রাস্ট অসহায়দের সহযোগিতায় কাজ করে যাবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা মরহুম হাজী তজম্মুল আলী ও তার পরিবারের কবরবাসীদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও প্রবাসে অবস্থানরত প্রত্যেক সদস্যের আরোও সমৃদ্ধি ও মঙ্গলকামনা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলী হোসেন। মোনাজাত করেন বানিগাজী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেদ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল গফুর, ছাইদুল ইসলাম কর্ণেল, মোঃ আছাদুর রহমান, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম, মিছবাহ উদ্দিন, আব্দুল শুক্কুর, জাহেদুর রহমান, আলী হোসেন, রুমেল আহমদ,ছাদিকুর রহমান, মোঃ পংকি মিয়া, ময়নুল হক, মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।