Sunday 3 September 2023

গোলাপগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন



গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির গোলাপগঞ্জ উপজেলা শাখা। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের ধানের শীষের সাবেক এমপি প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে ৪৫ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয় তিনি বুঝতে পেরেছিলেন জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই একমাত্র পথ। এ কারনে বিলীন হওয়া আওয়ীলীগকে পূর্ণ জীবিত করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তিনি। এখনও জিয়াউর রহমানের সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষ ভালো নেই। গুম, খুন ও দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে। পুলিশি হয়রানি ও জেল-জুলুম উপেক্ষা করে সরকার পতনের আন্দোলনে দলের নেতাকর্মীরা সোচ্চার হয়েছে। তাই এ ফ্যাসিস্ট সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটাতে গোলাপগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ।

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সদস্য জামাল আহমদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক জয়নাল মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আমিন উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মাহবুবুল হক লুলু, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল আহমদ, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, কৃষিবিষয়ক সম্পাদক জাকির হোসেন,সহ যুব বিষয়ক সম্পাদক আশিক আহমদ, দুলাল হোসেন রুপন, জাসাস সভাপতি আমির হোসেন, মাস্টার গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম খোকন, উপজেলা যুবদলের সদস্য জিয়া আহমদ,আব্দুল আহাদ, সালাহ উদ্দিন,শামীম আহমদ, শিপন আহমদ, হোসেন আহমদ, খয়ের আহমদ, শাকিল আহমদ, ইমন আহমদ, কাওসার আহমদ, ফাহিম আহমদ, রিমন আহমদ, নিশাদ আহমেদ, পারভেজ আহমদ, শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের শিপু আহমদ,সাকিব আহমদ, মুন্না, নাহিদ, হুসাম উদ্দিন, আশরাফুল কবির, মারজান আহমেদ, নিশান, এমরান হোসেন, মান্না, ফাহিম আহমদ, সিজান, মান্না আহমদ, ইমন আহমদ, ইমন আহমদ, এমরুল আহমদ, রাজন আহমদ, রনি আহমদ, রনি উদ্দিন, রাহিন আহমদ,  মুমিন আহমদ, নিশাদ, কাওসার আহমদ, শাব্বির, রাহাদ,সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের হাজারোধিক নেতাকর্মী।

শেয়ার করুন