Sunday 26 September 2021

দক্ষিণ সুনামগঞ্জে জিংক ধান বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা



হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহায়তায় এফআইভিডিবির উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগন্জস্হ এফআইভিডিবির সেন্ট্রাল প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার দূপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে জিংক ধান বাজারজাতকরন শীর্ষক আলোচনা সভার  আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (বীজ বিপনন) সিলেট এর উপপরিচালক সুপ্রিয় পাল। 

এফআইভিডিবির কোর্ডিনেটর মুহাম্মদ দেলওয়ার হোসেনেরর সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সিভিসি প্রজেক্ট কোর্ডিনেটর আবু হানিফা, সিভিসি প্রজেক্ট অফিসার রুহুল কুদ্দুস।

ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ডক্টর খায়রুল বাশার। 

সভায় উপজেলার বীজ ডিলার, কৃষক,বীজ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় জিংক ধান বাজারজাত করনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নে  সকলের সহযোগীতা কামনা করা হয়।

শেয়ার করুন