গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিনের মমতাময়ী মাতা মোছাঃ ফয়জুন নেছা আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবারসহ পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনপ্রতিনিধিগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক শোকবার্তায় পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাগণ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য শোকাহত পরিবারকে দান করেন।
এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় কালিডহর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন ও ফয়ছল আহমদ চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন ও আতিকুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা, উস্তার আলী, সালমান কাদের দিপু, ইউপি সচিব আব্দুল মালেক, সাবেক ইউপি সচিব ফয়জুল ইসলাম, উদ্যোক্তা কামরুল হাসান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা সকলেই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
